ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
একমাত্র গরীব মানুষ ভালো থাকলে দেশ ভালো থাকবে। তার নতুন কিছু গড়ে তোলার অদম্য শক্তি ছিল, স্বপ্ন দেখতেন এবং তা বাস্তবায়ন করে তবেই ক্ষান্ত হতেন। বাংলাদেশের ওষুধ নীতি প্রণয়নে তাঁর অগ্রণী ভূমিকা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।'প্রধান আলোচক ডা: জাফরুল্লাহ চৌধুরীর মতাদর্শ নিয়ে কথা বলতে গিয়ে এসব কথা বলেন।
এ সময় তিনি ডাঃ জাফরুল্লাহ স্মরণে তার রচিত 'সাদাকালো ক্যানভাসে স্মৃতিময় গল্প' বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি, প্রয়াত ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর স্মরণে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বাংলা বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সভা কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন গণস্বাস্থ্য নগর হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা: সাঈদ-উজ-জামান (অপু)। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম।
কোষাধ্যক্ষ বলেন, 'ডা: জাফরুল্লাহ চৌধুরী সুন্দর একটা বিশ্ববিদ্যালয় চেয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আমারা শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি খেলাধুলায় অগ্রগতি সাধন করার চেষ্টা করছি। মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ব্যবস্থা করেছি।'
উপাচার্য ডা: জাফরুল্লাহর চিন্তা ও দর্শন নিয়ে বলেন, 'তিনি জন্মগ্রহণ না করলে হয়তো আমরা এ বিশ্ববিদ্যালয় পেতাম না। হতদরিদ্র মানুষ নিয়ে তার চিন্তা ছিল বেশি। তাদের চিকিৎসা ও গরিব শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে ভাবতেন। এজন্য গণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন।'
আগামী এপ্রিলে ডা: জাফরুল্লাহ চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী বিশেষভাবে উদযাপনের পরিকল্পনার কথা জানান বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক মনসুর মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের সহকারী প্রভাষক নুর-ই-তাহরিমা তিথি। এ সময় বিভিন্ন অনুষদীয় ডিন, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এমআই